পীর কেবলা দয়াল মুর্শিদ হযরত খাঁজা শাহ সৈয়্যদ মোহাম্মহ সিরাজুল ইসলাম আল কাদরী ওয়াল চিশতী (সিরাজ শাহ্ বাবা)

পীর কেবলা দয়াল মুর্শিদ শামীম সিরাজ শাহ্ বাবা

দয়াল মুর্শিদ শামীম সিরাজ শাহ্ বাবা হলেন দয়াল মুর্শিদ সিরাজ শাহ্ বাবার একমাত্র পূত্র সন্তান ও কাদরিয়া ভান্ডার বাবা সিরাজ শাহ্’র আস্তানা দরবার শরীফের পীর কেবলা যিনি দয়াল মুর্শিদ সিরাজ শাহ্ বাবার দেখানো পথ ও আদর্শের ভিত্তিতে অসংখ্য ভক্ত মুরিদানসহ তার কাছে আগত অগনিত মানুষেকে শরিয়্ত, তরিকত, হাকিকত ও মারেফাতের শিক্ষা প্রদান করে আসছেন, পথ হারা মানুষদের পথের দিশা প্রদান করেছেন, অসংখ্য মানুষকে দিয়ে আসছেন হেদায়েত এর বাণী, পরিচালনা করে আসছেন দরাবার শরীফের নিয়মিত ধর্মিও আচার অনুষ্ঠান সহ অন্যান্ন সামাজীক ও সেবামূলক কার্যক্রম, দরবারের নিয়মিত ধর্মীও অনুষ্ঠানের মধ্যে বাৎসরিক পবিত্র ওরশ মোবারক (প্রতি বছর ফেব্রুয়ারী মাসের পথম বৃহশ্পতি ও শুক্রবার), পবিত্র  সাপ্তাহিক ফাতেহা শরীফ, পবিত্র মাসিক  ফাতেহা শরীফ (প্রতি ইংরেজী মাসের প্রথম শুক্রবার যা কিনা অনুষ্ঠিত হয়ে আসছে বিগত ৫০ বৎসর যাবৎ)  সহ দরবার শরীফের  সারা বছর ব্যাপি অন্যান্ন নিয়মিত অনুষ্ঠান সুমূহ । দরবার শরীফ পরিচালনায় দয়াল শামীম সিরাজ শাহ্ বাবার সাথে আছেন তার সুযোগ্য দুই সন্তান পীরজাদা এবং পীরকেবলা দয়াল বাবা ইফতি সিরাজ শাহ্ আল কাদরী ওয়াল চিশতী ও পীরজাদা এবং পীর কেবলা দয়াল বাবা মারুফ সিরাজ শাহ্ আল কাদরী ওয়াল চিশতী ।

পবিত্র দরবার শরীফ ও দয়াল মুর্শিদ সিরাজ শাহ্ বাবা সম্পর্কে কিছু কথা

আল্লাহ ও রাসূল (স:) পাকের অগনিত প্রেমিকের এক তীর্থস্থান/ মিলনমেলা হচ্ছে এই পাক দরবার শরীফ কাদরিয়া ভান্ডার যার প্রতিষ্ঠাতা হযরত খাজাঁ শাহ মোহাম্মদ সিরাজুল আল কাদরী ওয়াল চিশতী (রহঃ) যিনি বাংলাদেশ সহ পুরো ভারতীয় উপমহাদেশের অন্যতম একজন সুফি দরবেশ ও কাদেরিয়া ভান্ডার সিরাজ শাহ্’র আস্তানা দরবার শরীফ এর প্রতিষ্ঠাতা । তিনি হলেন কাদেরিয়া তরিকার অন্যতম প্রচারক ও সুফি সাধক যার পরিচয় যিনি নিজেই, সম্পূর্ন শরিয়তে পায়াবন্দি ও প্রচার বিমুখ একজন ইলমে তাসাউফ এর সাধক যিনি তার সারাটি জীবন অগণিত ভক্ত ও মুরিদান গনকে শরিয়্ত, তরিকত, হাকিকত ও মারেফাতের শিক্ষা প্রদান করেছেন । আল্লাহ-রাসুল বিমুখ মানুষকে করেছেন আল্লাহ ও তার রাসুলের প্রেমীক । অগণিত মানুষের কাছে প্রচার করেছেন গাউসে পাক (বড় পীর আব্দুল কাদের জিলানী (রহঃ) এর সান মান, যার ধারাবাহিকতা বজায় রেখেছেন উনার এক মাত্র সুযোগ্য পুত্র বর্তমান পীর কেবলা হযরত খাঁজা শাহ্ মোহাম্মদ ফকরুল ইসলাম আল কাদরী ওয়াল চিশতী (বাবা শামীম শাহ্) । যিনি প্রতিনিয়ত তার ভক্ত ও মুরিদান গণকে শরিয়ত ও মারেফাতের নিগুর তত্ব শিক্ষা প্রদান করে যাচ্ছেন, প্রচার করছেন দয়াল নবী করিম সা: ও আহলে বায়াতের সান মান এবং গাউসে পাক ও সিরাজ শাহ্ বাবার গুনগান আর তার সাথে আছেন তার দুই সুযোগ্য পুত্র, হযরত সিরাজ শাহ্ (রহঃ) এর দৌহিত্র মোহাম্মদ ফয়জুল ইসলাম ইফতি শাহ্ আল কাদরী ওয়াল চিশতী ও মোহাম্মাদ ওয়াসিকুল ইসলাম মারুফ শাহ্ আল কাদরী ওয়াল চিশতী

পীর কেবলা দয়াল মুর্শিদ শামীম সিরাজ শাহ্ বাবা আল কাদরী ওয়াল চিশতী (শামীম সিরাজ শাহ্ বাবা)

পীরজাদা বাবা ইফতি সিরাজ শাহ্ আল কাদরী ওয়াল চিশতী

পীরজাদা বাবা মারুফ সিরাজ শাহ্ আল কাদরী ওয়াল চিশতী​​

দরবার শরীফের নিয়মিত কার্যক্রম সমূহ

নিয়মিত কার্যক্রম

কাদরিয়া ভান্ডার বাবা সিরাজ শাহ্’র আস্তানা দরবার শরীফে রয়েছে  সাপ্তাহিক  নিয়মিত ফাতেহা এর পাশাপাশি মাসিক পবিত্র ফাতেহা শরীফ ও আরো অন্যান্ন দরবারি অনুষ্ঠান যা কিনা সারা বছর যুগ যুগ ধরে অত্যন্ন তাৎপর্যের সাথে পালিত হয়ে আসছে। 

সেবা মুলক কার্যক্রম

ধর্মীয় অনুষ্ঠানের বাইরে  কাদরিয়া ভান্ডার বাবা সিরাজ শাহ্’র আস্তানা দরবার শরীফে এর সৌজন্যে  পীর কেবলা বাবা শামীম সিরাজ শাহ্ বাবা’র সার্বিক তত্বাবধানে প্রতিনিয়ত বিভিন্ন রকম সামাজিক জনহিতকর সেবামুলক কার্যাবলি পরিচালনা করা হয়ে থাকে। 

প্রকাশনা

পীর কেবলা দয়াল মুর্শিদ  শামীম সিরাজ শাহ্ বাবা তরিকত নিয়ে সাধারন মানুষের মনের বিভিন্ন প্রশ্ন নিয়ে লিখেছেন কয়েকটি বই, এছাড়া রয়েছে পীর কেবলা বাবা শামীম সিরাজ শাহ্ বাবার হাতে লিখিত সিরাজ শাহ্ বাবার জিবনী বই সহ দরবারের প্রবীন মুরিদান গনের লিখিত কিছু প্রকাশনা ।

ফটো গ্যালারী

গুগল ম্যাপে যেভাবে পাবেন