এক নজরে গরীব ও দু:স্থ দের মাঝে ঈদ বস্ত্র বিতরন ২০১৯

প্রতিবারের মতো এবার ও দয়াল শামীম শাহ্ বাবার উদ্যোগে কাদরিয়া ভান্ডার সিরাজ শাহ্’র আস্তানা দরবার শরীফ কর্তৃক পরিচালিত সমাজের গরীব ও দু:স্থ দের মাঝে ঈদ বস্ত্র বিতরন কর্মসূচী সম্পন্ন করা হয়েছে । ৩ দিন ব্যাপি এই বস্ত্র বিতরন কর্মসূচী পরিচালনা করেন পীর কেবলা দয়াল বাবা শামীম শাহ্ ও পীরজাদা বাবা ইফতি শাহ্ ও পীরজাদা বাবা মারুফ শাহ্ । উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন কাদরিয়া ভান্ডার সিরাজ শাহ্’র আস্তানা দরবার শরীফের অসংখ্য মুরিদান ও ভক্তগন ।