মাসিক পবিত্র ফাতেহা শরীফ ও দুরুদের মাহফিল এর অনুষ্ঠান : ০১ জানুয়ারি, ২০২১

প্রতি মাসের ন্যায় অনুষ্ঠিত হলো কাদরিয়া ভান্ডার সিরাজ শাহ’র আস্তানা দরবার শরীফের পবিত্র মাসিক ফাতেহা ও দুরুদের মাহফিল এর অনুষ্ঠানটি, মহা মর্তজাপূর্ন এই অনুষ্ঠানটি প্রতি ইংরেজী মাসের প্রথম শুক্রবার পালিত হয়ে আসছে বিগত ৪৫ বৎসর যাবত যা শুরু করেন কাদরিয়া ভান্ডার সিরাজ শাহ্’র আস্তানা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত খাঁজা শাহ্ মোহাম্মদ সিরাজুল ইসলাম আল কাদরী ওয়াল চিশতি রহ: ( বাবা সিরাজ শাহ্ )  এবং তার ই ধারাবাহিকতা বজায় রেখেছেন সিরাজ শাহ্ বাবার এক মাত্র সুযোগ্য পুত্র সন্তান ও কাদরিয়া ভান্ডার সিরাজ শাহ্’র আস্তানা দরবার শরীফের গদ্দিনশীন পীর কেবলা হযরত খাঁজা শাহ্ মোহম্মাদ শামীম সিরাজ শাহ্ আল কাদরী ওয়াল চিশতি সাথে আছেন তার  দুই সুযোগ্য সন্তান বাবা ইফতি সিরাজ শাহ্ ও বাবা মারুফ সিরাজ শাহ্ ।  দেশের দুর দুরান্ত থেকে আসেন অসংখ্য মুরিদান ও ভক্তগন । বাবা শামীম সিরাজ শাহ্’র পরিচালনায় সকাল ৯ ঘটিকা থেকে শুরু হওয়া অনুষ্ঠান টিতে সকাল থেকেই চলে পবিত্র দুরুদ শরীফ খতম, পবিত্র ফাতেহা, মিলাদ ও বিশেষ মোনাজাত, এর পর পবিত্র জুমার নামাজের পর নেওয়াজ গ্রহনের পর একে একে বিদায় নেন মুরিদান ও ভক্তগন ।

উল্লেখ্য আগামি মাসের ফেব্রুয়ারীর ৪ ও ৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুলতানুল আউলিয়া, গাউসুল আযম হযরত সৈয়্যদ্ মহিয়্যুদ্দীন আব্দুল কাদের জিলানী (রা:) এর পবিত্র উরশ মোবারক ।  সবাইকে ওরশের দাওয়াত দেন পীর কেবলা বাবা শামীম সিরাজ শাহ্ । 

পীর কেবলা বাবা শামীম সিরাজ শাহ্ ফাতেহা ও মিলাদ শরীফ পরিচালনা করছেন । 

পীর কেবলা বাবা শামীম সিরাজ শাহ্ বাবা, ইফিত সিরাজ শাহ্ (বাদিকে), বাবা মারুফ সিরাজ শাহ্ (ডান দিকে) ও সাথে দয়াল সিরাজ শাহ্’ বাবার মেয়ের ঘরের বড় নাতি সজিব সিরাজ শাহ্ 

 

আগত মুরিদান ভক্তবৃন্দের একাংশ 

মহিলাদের জন্য পর্দার সহিত আলাদা স্থান । 

নেওয়াজ প্রস্তুতির একাংশ । 

নেওয়াজ বিতরন চলছে ।