মাসিক ফাতেহা শরীফ অক্টবর ২০২১ এর কিছু মুহুর্তের ছবি ।

প্রতি মাসের মতো গত ০১ অক্টবর ২০২১ শুক্রবার এ অনুষ্ঠিত হলো কাদরিয়া ভান্ডার সিরাজ শাহ’র আস্তানা দরবার শরীফের নিয়মিত মাসিক ফাতেহা শরীফের অনুষ্ঠান । বহু বরকতময় এই দুরুদের মাহফিল পরিচালনা করেন পীর কেবলা দয়াল মুর্শিদ বাবা শামীম সিরাজ শাহ্ । সাথে থাকেন পীরজাদা বাবা ইফতি সিরাজ শাহ্ ও বাবা মারুফ সিরাজ শাহ্ । সকাল ৯ টা থেকে চালু হওয়া উক্ত দুরুদের মাহফিলে আসেন দুর দুরান্ত থেকে অসংখ্য মুরিদান ও ভক্ত আশেকগন । শামীম সিরাজ শাহ্ বাবা কিছু সময় বয়ান করেন এবং তার পর মিলাদ ও দোয়ার পর জুমার নামাজ শেষে সবাই তবারক গ্রহন করে দয়াল বাবা সিরাজ শাহ’ (র) মাজার জিয়ারত করে এক একে বিদায় নেন । মহা বরকতময় এই অনুষ্ঠান টি চালু করেছেন কাদরিয়া ভান্ডার সিরাজ শাহ’র আস্তানা দরবার শরীফের প্রতিষ্ঠাতা দয়াল বাবা সিরাজ শাহ্ । পবিত্র এই দুরুদের মাহফিল টি প্রতি ইংরেজী মাসের প্রথম শুক্রবার অনুষ্ঠীত হয়ে আসছে বিগত পাচ দশক ধরে । বরকতময় এই অনুষ্ঠানটির কিছু মুহুর্তের ছবি ।