ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচী ২০১৭
প্রতি বছরের ন্যায় এবারো কাদরিয়া ভান্ডার সিরাজ শাহ’র আস্তানা দরবার শরীফে পীর কেবলা সৈয়দ শামীম শাহ্ আল কাদরীর সৌজন্যে ২ দিনব্যাপী শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হচ্ছে।
প্রতি বছর ৪্ ও ৫ ই ফেব্রুয়ারি গাউস উল আজম, গাইসাস সাকলাইন, শামসুল কাওনাইন, রওশন জামীর যুগশ্রেষ্ঠ অলি আলহাজ্ব হযরত সাইয়্যিদ শায়খ খাজা শাহ্ মোহাম্মদ সিরাজুল ইসলাম আল কাদরী ওয়াল চিশ্তী এর পবিত্র উরশ মোবারক।
কাদরিয়া ভান্ডার সিরাজ শাহ’র আস্তানা দরবার শরীফে প্রতি শীতে গরীব দু:স্থ মানুষের মাঝে প্রয়োজনীয় শীত বস্ত্র বিতরন করা হয় । দুর দুরান্ত থেকে শীতার্ত মানুষ আসে দরবার শরীফে আর মুর্শিদ কেবলা বাবা শামিম শাহ কখনো্ই ফিরিয়ে দেন না । তার নিয তত্বাবধানে সবার মাঝে শীত বস্ত্র বিতরন করা হয় ।
মুর্শীদ কেবলা দয়াল সিরাজ শাহ্ ও গদ্দীনশিন পীরজাদা পীরে কামেল হযরত শামীম শাহ্ দুজনই বিদ্যুৎসাহী ও জ্ঞানের সাধক। ব্যাপক অধ্যয়ন ও জ্ঞানচর্চা তাদের প্রাত্যহিক কর্মসূচীর অন্তর্গত। তাই কাদরিয়া ভান্ডার দরবার শরীফে গড়ে তুলেছেন বিশাল গ্রন্থাগার। ইসলাম, ইসলামের ইতিহাস, কোরআন, হাদীস, ফেকাহ, ইলমে তাসাউফ, সুফিবাদসহ বিভিন্ন বিষয়ে এখানে গ্রন্থরাজির বিপুল সংগ্রহ রয়েছে। নিয়মিত সংযোজিত ও সংগৃহীত