দয়াল বাবা সিরাজ শাহ্’র আস্তানা । মুর্শিদ কেবলার পাক রওজা মোবারক

আল্লাহ ও রাসূল (স:) পাকের অগনিত প্রেমিকের এক তীর্থস্থান/ মিলনমেলা হচ্ছে এই পাক দরবার শরীফ কাদরিয়া ভান্ডার। সারা আংগিনা জুড়ে বইছে রহমতের হিল্লোল। সবুজ গাছ-গাছালি ও ঘাসে ঢাকা প্রাংগন তপ্ত হৃদয়ে শীতল ও শান্তির পরশ বুলিয়ে দেয়। সারা বছর, সারা বেলা অগনিত ভক্ত মুরিদান আশেকানের পদচারণায় মুখর থাকেন পাক দরবার শরীফ। দয়াল সিরাজ শাহ’র  দোয়া ও দয়া কামনায় মাজার জিয়ারত করতে আসেন এসব দর্শনার্থী, পূণ্যার্থী ও মুরিদান-আশেকগণ। পাক দরবার শরীফের সবুজ ঘন ঘাসের মখমল আচ্ছাদিত চত্বরে নীল আকাশে সগৌরবে পতপত করে উড়ছে বেলায়েতের সবুজ পতাকা।

[nggallery id=”1″]