পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও ইফতি সিরাজ শাহ্ বাবার জন্মদিন উপলক্ষ্যে বিশেষ ফাতহা শরীফ

গত ২০/১০/২০২১ (বুধবার) কাদরিয়া ভান্ডার সিরাজ শাহ্’র আস্তানা দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা: উপলক্ষ্যে পালিত হয়  বিশেষ মিলাদ মাহফিল ।  বিশেষ বরকতময় এই দিনটি কাদরিয়া ভান্ডার সিরাজ শাহ্’র আস্তানা দরবার শরীফের আরো একটি আনন্দের দিন, কেননা এই দিনে জন্মগ্রহন করনে শামীম সিরাজ শাহ্ বাবার বড় সন্তান ও দয়াল মুর্শিদ সিরাজ শাহ্ বাবার বড় নাতি বাবা ফয়জুল ইসলাম ইফতি সিরাজ শাহ্ । প্রতি বছর এই দিনে দয়াল নবী করিম সা: এর শুভ জন্মদিনের পাশাপাশি পালিতো হয় দয়াল বাবা ইফতি সিরাজ শাহ্’র শুভ জন্মদিন । অনুষ্ঠানটি পালিত হয় অন্যান্ন মাসিক ফাতেহা শরীফের মতোই সকাল ৮:৩০ মি হতে দুরুত শরীফ খতম ১২:৩০ পর্যন্ত এরপর মিলাদ মাহফিল, পরিচালনা করেন বাবা শামীম সিরাজ শাহ্ সাথে থাকেন তার দুই সুযোগ্য সন্তান বাবা ইফতি সিরাজ শাহ্ ও বাবা মারুফ সিরাজ শাহ্ । মিলাদ শেষে কেক কেটে ইফতি সিরাজ শাহ্ বাবার জন্মদিন উৎযাপন করা হয় । এরপর দুপুরে নেওয়াজ গ্রহন করার পর সমস্ত ভক্ত ও মুরিদানগন সিরাজ শাহ্ বাবার মাজার জিয়ারত করে বিদায় নিয়ে বাবা শামীম সিরাজ শাহ্’র নিকট থেকে বিদায় নিতে থাকেন । উল্লেক্ষ্য কাদরিয়া ভান্ডার্ সিরাজ শাহ্’র আস্তানা দরবার শরীফের নিয়মিত মাসিক দুরুদের মাহফিল টি অনুষ্ঠিত হয় প্রতি মাসের প্রথম শুক্রবার, এছারা প্রতি বছর অনুষ্ঠীত হয় সুলতানুল আউলিয়া, গাউসুল আযম হযরত সৈয়্যদ্ মহিয়্যুদ্দীন আব্দুল কাদের জিলানী (রা:) এর পবিত্র উরশ মোবারক (৪ ও ৫ ফেব্রুয়ারী, প্রতি বছর) । সবাই আমন্ত্রিত । 

কেট কাটার মুহূর্তের ভিডিও : 

পবিত্র সে দিনটির বিশেষ কিছু মুহুর্তের ছবি :