(ওরশ মোবারক, প্রতি বছর ফেব্রুয়ারী মাসের প্রথম বৃহশ্পতি ও শুক্রবার)
কাদরিয়া ভান্ডার বাবা সিরাজ শাহ'র আস্তানা দরবার শরীফ
নারায়ণগঞ্জস্থ বন্দরে পবিত্র কাদরিয়া ভান্ডার শরীফ। এই পাক দরবার শরীফেই অগনিত আশেকান-মুরিদান প্রতিনিয়ত শরিয়ত, তরিকত, হকিকত ও মারেফাতের মহান শিক্ষায় তালিম/হেদায়াত প্রাপ্ত হচ্ছেন। জিকির, আসকার, তসবিহ, তাহলিলে নিমগ্ন থাকেন। আল-কোরানের শ্বাশ্বত মর্মবাণী শুনে নিজেদের পরিশুদ্ধ করেন। প্রদীপ্ত হয়ে থাকেন তাসাউফের দর্শনে। পাক দরবার শরীফের যাবতীয় অনুষ্ঠান ও কর্মসূচী এখানেই পালন করা হয়ে থাকে। দয়াল সিরাজ শাহ প্রতিষ্ঠিত এই সিরাজ শাহ্’র আস্তানা পাক দরবার শরীফ হচ্ছে তরিকত, তাসাউফ শিক্ষা চর্চা ও তালিমের এক উচ্চ মর্যাদা ও মরতবার খানকা শরীফ। আলোচনা সভা, গযল, কাওয়ালি ও ছামার মজলিশ বসে এখানেই।