কাদরিয়া ভান্ডার সিরাজ শাহ্’র আস্তানা দরবার শরীফের নিয়মিত কার্যক্রম
কাদেরিয়া ভান্ডার বাবা সিরাজ শাহ্’র আস্তানায় তরিকতের বিভিন্ন অনুষ্ঠান যথাযথ মর্যাদায় নিয়মিত পালন করা হয়ে থাকে। প্রতিদিনই এই শাহী দরবারে বাদ মাগরিব জিকির মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিটি অনুষ্ঠানই গদ্দীনশিন পীরজাদা হযরত শামীম সিরাজ শাহ্ (মা. আ.) প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে, সাথে থাকছেন পীরজাদা ও পীর কেবলা বাবা ইফতি সিরাজ শাহ্ ও পীরজাদা ও পীরকেবলা বাবা মারুফ সিরাজ শাহ্।
- সপ্তাহের প্রতি সোমবার বাদ মাগরিব মুর্শীদ কেবলা বাবা সিরাজ শাহ্'র ওফাত দিবসে ফাতেহা শরীফ, জিকির আসকার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
- সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ শরীফ খতম, বাদ মাগরিব পবিত্র মিলাদ মাহফিল, ফাতেহা শরীফ ও জিকির মাহফিল।
- প্রতি চন্দ্র মাসের ১০ তারিখ দিবাগত রাতে পবিত্র এগার শরীফ।
- প্রতি ইংরেজী মাসের প্রথম শুক্রবার পবিত্র ‘দরূদ শরীফ’ ও পাক কালাম ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ খতম, জিকির, পবিত্র মিলাদ মাহফিল এবং মোনাজাত। এইদিন ভোরে অনুষ্ঠান শুরু হয়ে থাকে। পবিত্র এই অনুষ্ঠানটি কাদেরিয়া ভান্ডারের এক বরকতময় অনুষ্ঠান।
- প্রতিবছর ফেব্রুয়ারী মাসের প্রথম বৃহশ্পতি ও শুক্রবার ( বার্ষিক ওরস মোবারক)
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উৎযাপন।
- পয়লা রমজান গওসুল আজমের পবিত্র জন্মদিন উদ্যাপন।
- প্রতিবছর ৬ রজব সুলতানুল হিন্দ গরিবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দীন চিশতীর (র.) পবিত্র ওরস মোবারক উদ্যাপন।
- পবিত্র ফাতেহা ইয়াজ দাহম উদ্যাপন।
- পবিত্র আশুরা উদ্যাপন।
- প্রতি বছর ১০ই আশ্বিন (২৫শে সেপ্টেম্বর) মুর্শিদ কেবলা এ যুগের শ্রেষ্ঠ অলি শাহেনশাহ-এ তরিকত, সুলতানুল আউলিয়া, আলহাজ্ব শায়খ সাইয়্যেদ মোহাম্মদ সিরাজুল ইসলাম আল্ কাদরী ওয়াল চিশতীর (ম.আ.) শুভ জন্মদিনকে ভক্ত-মুরিদ ও আশেকীনগণ ‘খোশরোজ’ হিসাবে যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সংগে পালন করে থাকেন।
- প্রতিবছর ২৯শে এপ্রিল, ১৬ বৈশাখ সাজ্জাদানশীন পীরজাদা আলহাজ্ব সাইয়্যেদ খাঁজা শাহ্ মোহাম্মদ ফখরুল ইসলাম আল কাদরী ওয়াল চিশতীর শুভ জন্মদিন ভক্ত-মুরীদান আশেকানরা দরবার শরীফে অত্যন্ত তরিকত, মর্যাদা ও শ্রদ্ধার সংগে উদ্যাপন করে থাকেন।