বড় পীর আব্দুল কাদের জিলানী (রা:) এর পবিত্র  উরশ মোবারক – সিরাজ শাহ’র আস্তানা

পবিত্র মাজার শরীফ : হযরত খাঁজা শাহ্ মোহাম্মদ সিরাজুল ইসলাম আল কাদরী ওয়াল চিশতী রহ:

গাউসুল আযম গাউস পাক, সিরাজ শাহ্ বাবা জিন্দাবাদ, সকল তরিকত প্রিয় ভাই বোন দের জন্য আসছে শুভ দিন । আসছে ৪ ও ৫ ফেব্রুয়ারী ২০২১ (বৃহশ্পতি ও শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে  সুলতানুল আউলিয়া, গাউসুল আযম হযরত সৈয়্যদ্ মহিয়্যুদ্দীন আব্দুল কাদের জিলানী (রা:) এর পবিত্র  উরশ মোবারক । উক্ত উরশ মোবারক উপলক্ষে ২ দিন ব্যাপি থাকছে বিশেষ ফাতেহা পাঠ, জিকির আসকার ও বিশেষ মোনাজাত। ২ দিন ব্যাপি এই অনুষ্ঠানে  কাওয়ালী পরিবেশন করবেন দেশের প্রক্ষাত কাওয়াল গন ।

কর্মসূচি : ৪ ই ফেব্রয়ারী রোজ বৃহশ্পতিবার নিশান উত্তোলন করবেন কাদরিয়া ভান্ডার সিরাজ শাহ্’র আস্তানা দরবার  শরীফের গদ্দিনশীন পীর কেবলা সৈয়্যদ খাঁজা শাহ্ মোহাম্মদ বাবা শামীম সিরাজ শাহ্ আল কাদরী ওয়াল চিশতী । সাথে থাকবেন পীরজাদা সৈয়্যদ খাঁজা শাহ্ মোহাম্মদ ইফতি সিরাজ শাহ্ আল কাদরী ওয়াল চিশতী ও পীরজাদা সৈয়্যদ খাঁজা শাহ্ মোহাম্মদ মারুফ শাহ্ সিরাজ শাহ্ আল কাদরী ওয়াল চিশতী ।

কাওয়ালি পরিবশেন : ৪ ফেব্রুয়ারী বৃহশ্পতি বার প্রথম দিন সকাল ১০ ঘটিকা হতে কাওয়ালি পরিবেশন করবেন নুরুল ইসলাম কাওয়াল ও মুন্না কাওয়াল ।  মো: আশিক কাওয়াল ও বিল্লাল দেওয়ান ।

৫ ফেব্রুয়ারী  উরশের দ্বীতিয় দিন সকাল ১০ ঘটিকা হতে কাওয়ালী পরিবেশন করবেন নাদিম কাওয়াল ও চট্টগ্রামের আহম্মদ নুর আমিরী কাওয়াল ।

নেওয়াজ বিতরন : ৫ ফেব্রুয়ারী বাদ জোহর ।

স্থান : কাদরিয়া ভান্ডার সিরাজ শাহ’র আস্তানা, পুরান বন্দর, বন্দর, নারায়নগঞ্জ।

 

উক্ত উরশ মোবারকে হযরত বড় পীর আব্দুল কাদের জীলানি (রা:) এর সকল আশেকান ও কাদরিয়া ভান্ডার সিরাজ শাহ্’র আস্তানা দরবার শরীফের সকল মুরিদান ও ভক্তবৃন্দ সহ সকল তরিকত প্রিয় মানুষ অংশগ্রহন করে অশেষ সওয়াব হাসিল করুন ।

হযরত খাঁজা শাহ্ মোহাম্মদ সিরাজুল ইসলাম আল কাদরী ওয়াল চিশতী রহ: (সিরাজ শাহ বাবা)

প্রতিষ্ঠাতা : কাদরিয়া ভান্ডার সিরাজ শাহ্’র আস্তানা দরবার শরীফ

 

সৈয়্যদ খাঁজা শাহ্ মোহাম্মদ বাবা শামীম সিরাজ শাহ্ আল কাদরী ওয়াল চিশতী

গদ্দিনশীন পীর কেবলা, কাদরিয়া ভান্ডার সিরাজ শাহ্’র আস্তানা দরবার  শরীফ

পীরজাদা সৈয়্যদ খাঁজা শাহ্ মোহাম্মদ ইফতি সিরাজ শাহ্ আল কাদরী ওয়াল চিশতী

পীরজাদা সৈয়্যদ খাঁজা শাহ্ মোহাম্মদ মারুফ শাহ্ সিরাজ শাহ্ আল কাদরী ওয়াল চিশতী ।